Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে হবিবপুর ইউনিয়ন

 

হাওড়বেষ্টিত সুনামগঞ্জ জেলার  হবিবপুর উপজেলার একটি ঐতিহ্যবাহী ইউনিয়ন হবিবপুর । কালপরিক্রমায় আজ হবিবপুর ইউনিয়নশিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান, খেলাধুলাসহ বিভিন্ন ক্ষেত্রে তার নিজস্ব স্বকীয়তা আজও সমুজ্জ্বল।

           

হবিবপুর ইউনিয়ন পরিষদের মৌলিক তথ্য

 

এক নজরে হবিবপুর ইউনিয়ন পরিষদ:

স্থাপিত: ১৯৬২ খ্রীষ্টাব্দ।

আয়তন: ৭৪ বর্গ কিলোমিটার।

মোট এলাকা: ১৮৫৯৮ একর ।

আবাদ যোগ্য জমি: ১৬৫৭০ একর।

মোট মৌজা: ২০টি।

গ্রামের সংখ্যা: ৩২টি।

পরিবার সংখ্যা: ৫৭৪৩টি।

মোট লোকসংখ্যা: ৩১৭৩৪ পুরুষ: ১৬০৪০ মহিলা: ১৫৬৯৪

মোট ভোটার  সংখ্যা: ১৮৩১৮ পুরুষ: ৯১৯৩ মহিলা ৯১২৫

মসজিদের সংখ্যা : ১৫টি।

মন্দিরের সংখ্যা: ২৯টি।

সরকারী প্রাথমিক বিদ্যালয়: ২৯ টি।

উচ্চ মাধ্যমিক বিদ্যালয়: ১ টি।

নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ১ টি।

স্কুল এন্ড কলেজ: ১ টি।

 

 

ণ) ইউনিয়ন পরিষদ জনবল–

               ১) নির্বাচিত পরিষদ সদস্য– ১৩জন।

               ২) ইউনিয়ন পরিষদ সচিব– ১জন।

              ৩) ইউনিয়ন গ্রাম পুলিশ– ৯জন।